Connect with us

আন্তর্জাতিক ফুটবল

পুড়ে গেল পাঁচ ফুটবলারের গাড়ি, হঠাৎ আক্রমণে উত্তাল আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফুটবল নিয়ে উন্মাদনা প্রায় প্রতিটি ফুটবল অনুরাগীর মধ্যেই থাকে। কিন্তু মাঝে মাঝে সেই উন্মাদনা যে ভয়াবহ আকার ধারণ করতে পারে তার একটি উদাহরণ হল আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। সে দেশের ঘরোয়া ফুটবলে হেরে যাওয়ার পর খেলোয়াড়দের সহ্য করতে হয় প্রাণঘাতী হুমকিও। গুলি চালানোর ঘটনা থেকে শুরু করে এরকম একাধিক উদাহরণ পাওয়া যাবে ইতিহাস ঘাঁটলে। আর ফের এরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল আর্জেন্টিনায়।

একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে আটলেতিকো আলদোসিভি ক্লাবের পরাজয়ের পরেই ঘটে যত গন্ডগোল। গদয় ক্রুজের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর আলদোসিভির সমর্থকরা প্রায় উন্মাদ হয়ে ওঠেন। ক্ষোভের বশবর্তী হয়ে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পাঁচটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় সমর্থকরা। সূত্রের খবর এর মধ্যে চারটি গাড়ি খেলোয়াড়দের। ‌হাভিয়ের ইরিতিয়ের, ব্রায়ান মার্টিনেজ, হোসে দেভেচ্চি ও ফ্রান্সিসকো চেরোর গাড়ি পুড়ে যায় আগুনে। এর পাশাপাশি কোচিং স্টাফ লুকাস রদ্রিগেজ পাগানোর গাড়িও রেহাই পায়নি। যদিও এই ঘটনায় আহত হননি কেউ, কিন্তু গাড়িগুলি কোনটি সাধারণ গাড়ি ছিল না। পিউজিয়ত ৩০৮, ভি ডব্লু পোলো, টয়োটা এটিওস, মার্সিডিজ বেঞ্জ এ ২০০ এবং ভিদব্লিউ সুরান মডেলের গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

মেন্দোজায় খেলা হয়েছিল ম্যাচটি। মার দেল প্লাটা অঞ্চলে ক্লাব স্টেডিয়ামের পাশে নিজেদের গাড়ি পার্কিং করে টিম বাসে চেপে আলদোসিভির খেলোয়াড়রা মাঠে পৌঁছন ম্যাচের নির্ধারিত সময়। ম্যাচে হেরে যাওয়ার পর বেশ কিছু সমর্থক ক্ষোভে ফেটে পড়েন। গুলি ছুঁড়তে ছুঁড়তে অনেকে ক্লাবের সীমানায়ও ঢুকে পড়েন। সূত্রের খবর ক্লাবের সদস্য এবং নিরাপত্তারক্ষীরাও এই ঘটনায় তটস্থ হয়ে গিয়েছিলেন। তখনই পুড়িয়ে দেওয়া হয় গাড়িগুলি। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নেভান।

মনে করা হচ্ছে আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী বারা ব্রাভার যোগ রয়েছে এই ঘটনায়। বিভিন্ন ক্লাবের উগ্র সমর্থকদের নিয়েই এই সংগঠন গড়ে উঠেছে। এরা এতটাই ভয়ংকর যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। সমগ্র লাতিন আমেরিকাতেই এদের বিস্তার, কিন্তু বিভিন্ন সমীক্ষায় জানা গেছে গোটা পৃথিবীতে এই সংগঠনের মধ্যে সবথেকে ভয়ংকর হল আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী। ২০১২ সালের পর থেকে এদের দৌরাত্ম্যে প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ সংখ্যক সাধারণ মানুষ। ২০১৩ থেকে প্রথম বিভাগ ফুটবলে প্রতিপক্ষের মাঠে অন্য দলের ভক্তদের খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ করা হয় আর্জেন্টিনায়। কিন্তু এরপরেও এদের আটকানো যায়নি। ২০১৭ তে দেপার্তিভো মেরনের দুই খেলোয়ার কে অস্ত্র সহযোগে খুনের হুমকি দিয়েছিলেন এই সংগঠনের সদস্যরা। ২০১৮ তে আলমিরান্তে ব্রাউন ক্লাবটি বাজে খেলে পয়েন্ট তালিকার তলানিতে এসে দাঁড়ালে ক্লাব সভাপতির বাড়িতে গুলি চালান তারা। যদিও এই ঘটনার সাথে এখনই এদের সরাসরি যোগাযোগ আছে কিনা জানা যায়নি, তবে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

আলদোসিভির পক্ষ থেকে এই কাজের কড়া নিন্দা করে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ক্লাবে সমর্থকদের হিংসাত্মক কাজ কোনোভাবেই সমর্থন করা হয় না। হিংসার দ্বারা কোন সমাধান আসা সম্ভব নয়। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আমরা ক্লাবের প্রতি দায়বদ্ধতার সম্মান ও ভালোবাসা রেখে নিজেদের কাজ করে যাবো।”

আন্তর্জাতিক ফুটবল

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।

গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।

ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।

ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনে জোড়া গোল করলেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট সরিয়ে ২ মাস বাদে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই জোড়া গোল এল তাঁর পা থেকে। নিজেদের ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারাল ইন্টার মিয়ামি।

কোপা ফাইনালে চোটের পর সুস্থ হয়ে আবারও এমএলএসে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই নিজের হার না মানা মানসিকতা দেখালেন তিনি। জুন মাসের ১ তারিখ এমএলএসে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর চোট থেকে ফেরত এসে পুরো ৯০ মিনিট তিনি খেললেন। মিয়ামির ঘরের মাঠে ফিলাডেলফিয়া, মাইকেল উরহের গোলে গোলে এগিয়ে যায়। যদিও বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি তারা। লুইজ সুয়ারেজের বাড়ানো বল থেকে ম্যাচের ২৬ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ঠিক তার কিছুক্ষণ পরেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় জর্দি আলবার বাড়ানো বল থেকে আবারও গোল করেন সেই মেসি। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির বাড়ানো বল থেকে গোল করে মিয়ামির জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।

ইতিমধ্যেই লিগের ভালো জায়গায় রয়েছে মেসির দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাওয়াতে তাদের খেলা যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

চোট সরিয়ে ফিরছেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবার দীর্ঘ ২ মাস পর চোট সারিয়ে খেলার মাঠে ফিরছেন তিনি। শুক্রবার ইন্টার মিয়ামি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা।

ইন্টার মিয়ামি দলের হেড কোচ টাটা মারিনো জানিয়েছেন মেজর লিগ সকারে তাদের পরবর্তী ম্যাচ থেকে পাওয়া যাবে মেসিকে। পরবর্তী খেলা তাদের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে। বুধবারের অনুশীলনে মেসি উপস্থিত না থাকলেও ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হবেনা বলেই জানাচ্ছেন কোচ। একটি সাক্ষাৎকারে কোচ টাটা মারিনো জানিয়েছেন “মেসি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গতকাল তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং পরবর্তী ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। আমরা খুশি যে মেসির মত খেলোয়াড়কে আমরা আবার দলে ফিরে পেতে চলেছি।”

ইন্টার মিয়ামি ইতিমধ্যেই ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিমুকুট জয়ের দৌড়ে রয়েছে। মেসি দলে ফেরায় সেই জয়ের দৌড়টা আরও সহজ হবে বলে মনে করছেন কোচ। একক দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা মেসির রয়েছে তার ফলে মেজর লিগ সকারে আরও উন্নতি করতে পারবে ইন্টার মিয়ামি। পাশাপাশি সমর্থকরাও মুখিয়ে রয়েছেন মাঠে মেসির খেলা আবার দেখার জন্য। মেসিও চাইবেন দীর্ঘ ২ মাসের বিরতির পর দ্রুত মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে।

Continue Reading

Trending