ফুটবল
SUPER CUP: গোকুলাম কেরালার বিরুদ্ধে বড় জয় পঞ্জাব এফসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার কাপ অভিযান শুরু করল পঞ্জাব এফসি। প্রথম ম্যাচেই বড় জয় পেল দিলেমপেরিসের দল। গোকুলাম কেরালাকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল পঞ্জাব এফসি। পঞ্জাবের হয়ে গোল করলেন মহম্মদ সুহেল, নিখিল প্রভু এবং প্রিন্সটন রেবেল্লো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পঞ্জাব। ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই সুহেলের করা গোলে এগিয়ে যায় তারা। ১১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান নিখিল প্রভু। বিরতিতে যাওয়ার আগেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন প্রিন্সটন। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে যায় পঞ্জাব এফসি। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি গোকুলাম কেরালা। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়াতে পারত পঞ্জাব।
