ফুটবল
SUPER CUP 2025: টাই-ব্রেকারে বেঙ্গালুরুকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং পঞ্জাব এফসি। আগে নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালের বাকি তিন দল। কিন্তু চতুর্থ দল কারা, সেই উত্তর জানবার জন্য বুধবার সন্ধির ম্যাচের দিকেই চোখ রেখেছিল সবাই। এই ম্যাচে মাঠে নামার আগে সমসংখ্যক ম্যাচ খেলে দুই দলের পয়েন্ট ছিল ৬। গোল পার্থক্যেও আলাদা করা যাচ্ছিল না দুটি দলকে। আমি ফাইনালের চতুর্থ দল নির্বাচনের জন্য, জয়ী দলকেই প্রয়োজন ছিল।
অদ্ভুতভাবে, নির্ণায়ক এই ম্যাচে কোনও দলকেই যেন আলাদা করা যাচ্ছিল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই নব্বই মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ভাবে। ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। পঞ্জাবের পাঁচ ফুটবলারই বল জালে জড়িয়ে দেন। কিন্তু বেঙ্গালুরুর হয়ে তৃতীয় পেনাল্টিটি নষ্ট করেন ব্রায়ান স্যাঞ্চেজ। টাই-ব্রেকারে বেঙ্গালুরু এফসিকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের জন্য সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পঞ্জাব এফসি। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল৷
