ফুটবল
SUPER CUP 2025: আইএসএলের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের খোঁজে কেরালা ব্লাস্টার্স
নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমে আইএসএলে আট নম্বরে অভিযান শেষ করেছিল কেরালা ব্লাস্টার্স। আশা জাগিয়েও সাফল্য অধরা থেকে গেছে ইয়েলো আর্মিদের জন্য। এবার সেই হতাশা ভুলে সুপার কাপে ভালো ফলের লক্ষ্যে ঝাঁপাতে চায় কেরালা। ইতিমধ্যেই, ডেভিড কাতালা কোচের পদে আসীন হয়েছেন। ফলে নতুন দায়িত্ব কাঁধে নিয়ে সুপার কাপে ভালো ফল করতে চান তিনি।শনিবার ভুবনেশ্বর পৌঁছেই অনুশীলনে নেমে পড়লেন নোয়াহ সাদিউ, আদ্রিয়ান লুনারা। পূর্ণশক্তির দল নিয়েই ভুবনেশ্বর পৌঁছেছে কেরালা ব্রিগেড। রবিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে ডেভিড কাতালার দল। সেই লক্ষ্য নিয়েই শনিবার পুরোদমে অনুশীলন সারলেন তাঁরা। ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা।