ফুটবল

SUPER CUP 2025: সুপার কাপ জিতে অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া হোসে মোলিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচে চেন্নাইয়ন এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। আইএফএ শিল্ড জয়ের পর আত্মবিশ্বাস বাড়িয়ে নতুন অভিযান শুরু করতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ভারতীয় ফুটবলে সাফল্যের ধারা বজায় রাখলেও, এখনও পর্যন্ত সুপার কাপ অধরা মোহনবাগানের কাছে। এই মরশুমে সেই অধরা স্বপ্নই পূরণ করতে চান হোসে মোলিনা। সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন, “মরশুমের শুরুটা ভাল হয়নি। তবে আমরা কিছুদিন আগেই আইএফএ শিল্ড জিতেছি। এই জয় দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে।”

ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল ফুটবল মহলে। এই প্রসঙ্গে হোসে মোলিনার সাফ জবাব, “একটা দলে সম্পূর্ণ ফিটনেস পেতে হলে আরও অনেক বেশি ম্যাচ খেলতে হয়। যা ভারতীয় ফুটবলে হয় না। তবে আইএফএ শিল্ডে পরপর ম্যাচ খেলায় দলের ফিটনেসে কিছুটা উন্নতি হয়েছে।” কলকাতায় পর্যাপ্ত প্রস্তুতি সেরেই সুপার কাপ খেলতে গোয়ায় পা রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রস্তুতির প্রসঙ্গে স্প্যানিশ কোচের বক্তব্য, “আমাদের প্রস্তুতি ভালই হয়েছে। দলের সবাই সুস্থ, কোনো চোট নেই। সুপার কাপের প্রথম
ম্যাচে ভাল পারফরম্যান্স করার ব্যাপারে আমরা আশাবাদী।”

ধারাবাহিকতার অভাব থাকলেও, ভারতীয় ফুটবলে অন্যতম শক্তিশালী দলের নাম চেন্নাইয়ন এফসি। তবে আসন্ন সুপার কাপে বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামবে ক্লিফোর্ড মিরান্ডার দল। অসম লড়াই হলেও, প্রতিপক্ষকে সমীহ করছেন বাগান কোচ। তিনি বলেন, “চেন্নাই খুব ভাল দল। সব ম্যাচই কঠিন, কোনও জয় সহজে আসে না। আমাদের লড়াই করতে হবে।” অন্যদিকে, মোহনবাগান মাঝমাঠের প্রাণভোমরা অনিরুদ্ধ থাপা বলেন, “আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনায় কোনও তফাত নেই। মোহনবাগান যে কোনও প্রতিযোগিতায় জয়ের জন্যই মাঠে নামে। আমরা ভালো পারফর্ম করে সুপার কাপ জিততে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version