ফুটবল

SUPER CUP 2025: সুপার কাপ আয়োজনের প্রস্তুতিতে নেমে পড়ল ফেডারেশন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরশুমের ফুটবল সূচি ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সংস্থার পক্ষ থেকে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবগুলিকে লিখিত আমন্ত্রণ জানানো হয়েছে সুপার কাপ ২০২৫-এ অংশগ্রহণের জন্য। ফেডারেশনের একটি চিঠিতে জানানো হয়েছে, চলতি বছরের ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর-এর মধ্যে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে সুপার কাপ। টুর্নামেন্টের সুনির্দিষ্ট ফরম্যাট, সূচি এবং ভেন্যুর তথ্য দলগুলির অংশগ্রহণের নিশ্চয়তা পাওয়ার পরেই চূড়ান্ত করা হবে।

এআইএফএফের পক্ষ থেকে ক্লাবগুলিকে ১১ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সম্মতি জানাতে অনুরোধ করেছে। সংস্থার তরফে আশা প্রকাশ করা হয়েছে যে সমস্ত আইএসএল ক্লাবই এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে এবং ভারতীয় ফুটবলের নতুন মরশুমকে সফলভাবে শুরু করবে।পাশাপাশি, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের পক্ষ থেকেও টুর্নামেন্টকে সফল করতে ক্লাবগুলির সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version