ফুটবল
নর্থইস্ট ইউনাইটেডে সহকারী কোচ হিসেবে যোগ দিলেন স্পেনের সের্জিও সেসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নর্থইস্ট ইউনাইটেড এফসি ২০২৫-২৬ মরসুমের আগে দলকে শক্তিশালী করতে স্প্যানিশ কোচ সের্জিও সেসি-কে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ইউইএফএ প্রো লাইসেন্সধারী সেসি স্পেন, মরক্কো ও চীনে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।
সেসি এর আগে মরক্কোর শীর্ষ স্তরের ক্লাব আরএস বারকেনে হেড কোচ হুয়ান পেদ্রো বেনালির সহকারী হিসেবে কাজ করেছেন। এবার তিনি আবার সেই পুরনো সঙ্গীর সঙ্গে কাজ করতে চলেছেন ভারতীয় ফুটবলে।
সের্জিও সেসি বলেন, “স্পেন, মরক্কো ও চীনে কাজ করার পর এবার ভারতে আসাটাকে আমি এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছি। নর্থইস্ট ইউনাইটেড সম্পর্কে ইতিবাচক অনেক কিছু শুনেছি। কোচ হুয়ান পেদ্রো বেনালির সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেই, এটাই আমার ক্যারিয়ারের পরবর্তী সঠিক পদক্ষেপ।”
হেড কোচ বেনালি বলেন, “সেসির সঙ্গে আমি আগে কাজ করেছি। ওর মধ্যে আছে অসাধারণ কৌশলগত দক্ষতা ও আধুনিক ফুটবলের ভালো ধারণা। ওর উপস্থিতি আমাদের দলকে আরও মজবুত করবে।”
ক্লাবের সিইও মন্দার তামহানে জানান, “সের্জিওর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কোচিং দক্ষতা আমাদের দলের শক্তি বাড়াবে।”
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রাক-মরসুম অনুশীলন শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, যার অংশ হিসেবে ডুরান্ড কাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে দল।