ফুটবল

CFL 2025: হার দিয়ে কলকাতা লিগে যাত্রা শুরু মোহনবাগানের! ব্যর্থ আক্রমণভাগ…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল মোহনবাগান। নবীন দল নিয়ে মাঠে নামলেও প্রত্যাশা ছিল জয় দিয়েই অভিযান শুরু করার। কিন্তু নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে পুলিশ এসির বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে হতাশ করল সবুজ-মেরুন ব্রিগেড।

ম্যাচের একমাত্র গোলটি আসে সংযোজিত সময়ে, পুলিশ এসির মহম্মদ আমিল নাইমের পা থেকে। ডেগি কার্ডোজোর দল আক্রমণ গড়লেও তা ছিল লক্ষ্যহীন এবং পরিকল্পনাহীন। দলের আক্রমণভাগ কার্যত নিষ্প্রভ ছিল। তুষার বিশ্বকর্মা ও পাঙ্গামবাম নামমাত্রই ছিলেন মাঠে, বলার মতো প্রভাব রাখতে পারেননি তাঁরা।
তরুণ সালাহউদ্দিন একাধিকবার ডান দিক দিয়ে আক্রমণ সাজালেও, গোলের মুখ খুলতে ব্যর্থ হন। মাঝমাঠে মিংমা শেরপা এবং অধিনায়ক সন্দীপ মালিক কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। প্রথমার্ধে তিনটি অর্ধেক সুযোগ পেলেও গোলমুখী শটের অভাব প্রকট ছিল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়ালেও তা ফলপ্রসূ হয়নি।

সব মিলিয়ে, গত মরশুমের মতো এই বছরও পুলিশ এসির বিরুদ্ধে জয় অধরাই রইল মোহনবাগানের কাছে। অভিজ্ঞতার অভাব ও সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। ডেগি কার্ডোজোর দলকে ঘুরে দাঁড়াতে হলে পরবর্তী ম্যাচগুলোতে আরও সংগঠিত ও সাহসী ফুটবল খেলতে হবে ডেগি কার্ডোজোর দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version