ফুটবল
CFL 2025: ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে হার, তারপর থেকেই সমালোচনার মুখে পড়েছিল ডেগি কার্ডোজোর মোহনবাগান। তবে দ্বিতীয় ম্যাচেই জবাব দিল দল। বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ৪-০ ব্যবধানে হারিয়ে স্বস্তি ফিরল সবুজ-মেরুন ব্রিগেডে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মোহনবাগান। ২১ মিনিটে অধিনায়ক সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান হয় ২-০। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। ৫১ মিনিটে পাসাং দোরজি তামাংয়ের দুরন্ত শটে তৃতীয় গোল এবং ৭৩ মিনিটে আদিল আব্দুল্লাহর পা থেকে আসে চতুর্থ গোল। এদিন মোহনবাগানের পক্ষে গোল ব্যবধান আরও বাড়লে অবাক হওয়ার কিছু ছিলনা। যদিও শেষ দিকে মরিয়া হয়ে উঠে আক্রমণ করে কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশন। কিন্তু বাগান দূর্গ অটুট রাখেন গোলরক্ষক দীপপ্রভাত। দু’বার দলের হয়ে নিশ্চিত পতন রোধ করেন। গোটা ম্যাচ জুড়ে অনবদ্য ফুটবল খেলেন সন্দীপ মালিক এবং মিংমা শেরপা। পাশাপাশি নজরকাড়া পারফরম্যান্স টংসিন, সালাহউদ্দিনদের।
ম্যাচ শেষে বাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, “দল ধীরে ধীরে ছন্দে ফিরছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।”