আন্তর্জাতিক ফুটবল
FIFA WCQ: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোটের কারণে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার বড় ধাক্কা নীল-সাদা শিবিরের জন্য। সোমবার আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন সেখানে নেই লিওনেল মেসির নাম। ফলে আগামী শুক্রবার ব্রাজিল-আর্জেন্টিনা মেগা ম্যাচ মেসি-নেইমারকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে।
শুধু ব্রাজিলের বিরুদ্ধে নয়, আগামী সপ্তাহে উরুগুয়ের বিরুদ্ধেও বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচেই মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। রবিবার ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। মেসিই একমাত্র ধাক্কা নয় আর্জেন্টিনার। আগামী দু’টি ম্যাচে খেলতে পারবেন না পাওলা ডিবালা, গঞ্জালো মন্তিয়েল এবং জিয়োভানি লো সেলসোও।