ফুটবল
সবুজ-মেরুন জার্সিতে নতুন স্বপ্ন দেখছেন মেহতাব। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিং এবার মাঠে নামতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সি গায়ে। শনিবার শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্লাবে যোগ দেন জাতীয় দলের এই ফুটবলার। এর আগে মুম্বই সিটি এফ সি’র হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ ও আইএসএল-এ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মেহতাবকে দলে পেয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী কোচ হোসে মোলিনা। আগামী শনিবার থেকেই দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
মোহনবাগানে যোগ দিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেহতাব বলেন, “মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতে সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হলো। মোহনবাগান সুপার জায়ান্টস খুবই শক্তিশালী দল। জাতীয় দলের অনেক তারকা এখানে খেলেন। তাদের সঙ্গে মাঠে নামতে পারা আমার কাছে গর্বের।”
মুম্বই সিটির হয়ে একাধিক শিরোপা জেতা ও চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা নতুন দলে কাজে লাগাতে চান এই ডিফেন্ডার। তাঁর কথায়, “মুম্বই এফ সি’র হয়ে আমি দু’বার শিল্ড জিতেছি, চ্যাম্পিয়নস লিগে খেলেছি। সেই অভিজ্ঞতা ভারতীয় ফুটবলে কাজে লাগাতে চাই। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন আমার কাছে বড় চ্যালেঞ্জ।”
কলকাতার আবেগের প্রসঙ্গ টেনে মেহতাব আরও বলেন, “কলকাতায় খেলার আলাদা উত্তেজনা আছে। মোহনবাগানের সমর্থকরা দেশের সেরা। তাদের গ্যালারির আবেগ খেলোয়াড়দের বিশেষ শক্তি জোগায়। আইএসএল-এর প্রতিটি ম্যাচ যেমন আলাদা চাপ নিয়ে আসে, তেমনি চ্যাম্পিয়নস লিগও। সেই চাপ সামলে মাঠে নিজের সেরাটা দিতে চাই। মুম্বই সিটির হয়ে আন্তর্জাতিক ম্যাচ জেতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মোহনবাগানকে এগিয়ে নিতে চাই।”