আন্তর্জাতিক ফুটবল

মারাদোনা নয়, লোথার ম্যাথাউজের চোখে মেসিই সেরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জার্মানির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয় তাঁকে। ফ্রাঞ্জ বেকেনবাউয়ার, কার্ল হাইঞ্জ রুমেনিগেদের সঙ্গে একই তালিকায় রাখা হয় লোথার ম্যাথাউসকে। ১৯৯০ সালে তাঁর নেতৃত্বেই আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল জার্মানি ফুটবল দল। বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্যাথাউজ। আর সেই উপলক্ষ্যেই কলকাতায় আসা নব্বইয়ের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলারের। রবিবারের সকালে খুদে ফুটবলারদের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটালেন, শেখালেন ফুটবলের পাঠ। 

সাংবাদিক সম্মেলনে জার্মান কিংবদন্তির দিকে প্রশ্ন উড়ে এল, মেসি না মারাদোনা? কে সেরা? লোথার ম্যাথাউজ বললেন, “সময় বদলেছে। মারাদোনা নিজের সময়ে সেরা ছিলেন। কিন্তু শেষ ২০ বছরের নিরিখে মেসিই সেরা ফুটবলার। আমি মেসির ভক্ত।” অন্যদিকে, বিএসএলের ব্র‍্যান্ড এম্বাসাডর হয়ে ভারতীয় ফুটবলকে সাহায্য করার আশ্বাস দিলেন জার্মান কিংবদন্তি। তিনি বলেন, “ফুটবলের সঙ্গে বাংলার একটা আত্মিক যোগাযোগ রয়েছে। তাই সঠিক পরিকল্পনা থাকলে বাংলাই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version