রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছনোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপের সেরা দুই দল ম্যানচেষ্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। একদিকে যেমন ছিলেন পেপ গুয়ার্দিওলা, অন্যদিকে ছিলেন কার্লো আনসেলত্তি। তবে খাতায়-কলমে দুই দলই শক্তিশালী হলেও একপেশে এই ম্যাচ জিতে নিল রিয়াল। প্রথম পর্বে ৩-২ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়াটা যে একপ্রকার অসম্ভব সেটা বুঝে গিয়েছিলেন সিটির কোচ গুয়ার্দিওলা। অপরদিকে এগিয়ে থেকেই বের্নাবেউতে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ৪ মিনিটেই অ্যাসেনসিওর পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৩৩ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান তিনি। ৬১ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে। ৯২ মিনিটে নিকো গঞ্জালেস গোল করে ব্যবধান কমালেও শেষে বের্নাবেউতে ৩-১ গোলে জেতার পাশাপাশিই দুই পর্ব মিলিয়ে ৬-৩ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিকের পাশাপাশি চলতি মরশুম প্রতিযোগিতায় সাতটি গোল করেছেন এমবাপে।
অপরদিকে জুভেন্তাসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছেছে পিএসভি। ব্রেস্টকে ৭-০ গোলে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে পিএসজি। এদিকে গোলশূন্য ড্র করেও পরবর্তী রাউন্ডে বুরুশিয়া ডর্টমুন্ড।