ফুটবল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত মোহনবাগান অনুশীলন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই অনিশ্চয়তার ঢেউ এসে লাগল সবুজ-মেরুন শিবিরেও। দীর্ঘ বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মোহনবাগান।
আগামী ১০ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। কিন্তু আইএসএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ক্লাব কর্তারা আপাতত ব্রেক টানলেন। জানা গিয়েছে, আইএসএলের পরবর্তী মরশুমের জন্য বিড প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ। কোনো সংস্থা বিড না করায় টুর্নামেন্টের ভবিষ্যৎ কার্যত ঝুলে রয়েছে দোদুল্যমান অবস্থায়।
মোহনবাগান শিবিরের এক সূত্র জানিয়েছে, “টুর্নামেন্টের সময়সূচি ও আয়োজন নিয়ে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত অনুশীলন শুরু করা অর্থহীন। খেলোয়াড়দেরও অনিশ্চয়তার মধ্যে রাখার মানে হয় না।” ফলে আপাতত ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ফুটবলারদের।
কোচ ও সাপোর্ট স্টাফদেরও জানিয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত অনুশীলন হবে না। ক্লাব কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
