আইএসএল
ISL 2024/25: সমর্থকদের জন্য ম্যাচ জিততে মরিয়া মোহনবাগান
নিজস্ব প্রতিনিধি: সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরন-বাঁচন ম্যাচ মোহনবাগানের। শুধু তাই নয় কমপক্ষে দুই গোলের ব্যবধানে জামশেদপুর এফসিকে হারাতে না পারলে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে হোসে মোলিনার দলের জন্য। তাই ঘরের মাঠের সুবিধা নিয়ে ম্যাচ জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
টানা এক ডজন ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচে, অর্থাৎ, সেমিফাইনালের প্রথম লেগে হারতে হয়েছে। চলতি আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার সেই ঘরের মাঠেই সেমিফাইনালের দ্বিতীয় লেগ।
সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা বলেন, “আমি এটাকে কোনও বদলার ম্যাচ মনে করছি না। আমরা ঘরের মাঠের সমর্থন পাব। সেই সমর্থকদের জন্য জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠতে চাই।” অন্যদিকে, জেমি ম্যাকলারেন বলেন, “আমরা কোচের পরিকল্পনা মতই খেলব। লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এখনও অর্ধেক ম্যাচ বাকি রয়েছে। ভরা গ্যালারির সামনে ম্যাচ জিততে চাই।”
চোটের জন্য গত ম্যাচে খেলতে পারেননি নির্ভরযোগ্য দুই খেলোয়াড় মনবীর সিং ও আপুইয়া। সোমবারের ম্যাচে তাঁদের খেলানোর খুব চেষ্টা চলছে বলে জানান মোলিনা। বলেন, “মনবীর ও আপুইয়াকে খেলানোর চেষ্টা করছি আমরা। কোচ, মেডিক্যাল স্টাফ সবাই মিলে চেষ্টা করছি, যাতে কাল ওদের খেলানো যায়। এখনও একটা ট্রেনিং সেশন পাব, তাতে দেখব ওরা কী রকম খেলে। তবে ওদের নিয়ে আমি আশাবাদী।”