Connect with us

আইএসএল

ISL 2022-23: শেষ মুহূর্তের গোলে আবার হার ইস্টবেঙ্গলের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে আইএসএল অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে এফসি গোয়ার কাছে শেষ মুহূর্তের গোল হজম করে হারল লাল-হলুদ। ইস্টবেঙ্গল হারল ২-১ গোলে। এফসি গোয়ার গোলদাতা ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং এডু বেদিয়া। ইস্টবেঙ্গলের গোলদাতা ক্লেইটন সিলভা।

আইএসএল-এর মঞ্চে প্রথমবার যুবভারতীদের নামল ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সমর্থকদের হাতে তুলে দেওয়া হয় দলের পতাকা, বাঁশি এবং অন্যান্য সামগ্রী। শুরুটা আক্রমণাত্মক করলেই কিছুক্ষণ পরেই পথ হারালো ইস্টবেঙ্গল। ৭ মিনিটের মাথায় ইভান গঞ্জালেস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন। সেই বল ধরে সহজেই গোল করে যান ব্রেন্ডন ফার্নান্ডেজ। প্রথমার তো জুড়ে একদমই নজর কাড়তে পারেনি ইস্টবেঙ্গল। বিশেষত জঘন্য ফুটবল উপহার দেন সুমিত পাসি। তাকে কেন খেলাচ্ছেন তা হয়তো একমাত্র স্টিফেনই বলতে পারবেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন স্টিফেন। মাঠে আসেন মহেশ সিং এবং সার্থক গোলুই। অনেকটাই খেলায় ফেরে ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে বক্সের মধ্যে গোয়া গোলরক্ষক ধীরাজ সিং ফাউল করেন সুহেরকে। পেনাল্টি থেকে সমতা ফেরান ক্লেইটন সিলভা। যখন মনে হচ্ছে ম্যাচ ড্র হতে চলেছে, ঠিক তখনই পাল্টে গেল ম্যাচের রং। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে অনেকটা দূর থেকে নেওয়া এডু বেদিয়ার ফ্রি কিক জালে জড়িয়ে যায়। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইএসএল

অনুশীলনে চোট পেলেন কাদিরী। কতটা গুরুতর এই চোট?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল। সেই কারণে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলার তিন প্রধান। এরই মধ্যে চোটের কবলে পড়লেন মহামেডান স্পোর্টিংয়ের বিদেশি ফুটবলার আব্দুল কাদিরী মহম্মদ।

মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের খেলোয়াড় হলেও দরকারে রক্ষণকেও নেতৃত্ব দিতে পারেন তিনি।

গতকাল আইএসএল মিডিয়া ডে-তে মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন “আমরা সব কিছুই নতুন ভাবে ভাবছি। কারণ আইএসএল আমাদের কাছে একটা নতুন লীগ, নতুন চ্যালেঞ্জ। যেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মত বড় দল রয়েছে। তাই আমরা সেই ভাবেই প্রস্তুত হচ্ছি।” আর এরই মাঝে চোটের খবর চিন্তায় রাখবে সাদা-কালো ব্রিগেডকে। ঘরের মাঠে অনুশীলন চলাকালীন পায়ে চোট পান কদিরী। একটি চলতি বলে ট্যাকেল করতে গিয়েই তার পায়ে চোট লাগে এবং সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেওয়া হয়। চোট কতটা গুরুতর সেটা এখনই বোঝা না গেলেও, ক্লাব কর্তারা আশাবাদী যে চোট খুব গুরুতর নয়। কালকে দলের ফিজিও তার চোটের জায়গা পরীক্ষা করে দেখবেন। তারপরেই স্থির হবে চোটের জায়গায় এমআরআই করতে হবে কিনা। যদি এমআরআই করতে হয় তাহলে সেই রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন কোচ এবং ক্লাব কর্তারা।

মরশুম শুরুর আগেই চোটের কারণে কিছুটা অসস্তিতে থাকবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

Continue Reading

আইএসএল

পিটার ক্রাটকির সঙ্গে চুক্তি বৃদ্ধি মুম্বইয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসির দায়িত্ব নিয়েছিলেন তিনি। হেড কোচ হিসেবে এটাই তার প্রথম মরসুম। এর আগে মেলবোর্ন সিটির সহকারী কোচ ছিলেন ক্রাটকি। হেড কোচ হিসেবে প্রথম মরসুমেই সাফল্য। মুম্বই সিটি এফসিকে আইএসএল ট্রফি এনে দিয়েছেন তিনি। তাই পিটার ক্রাটকির সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি টিম ম্যানেজমেন্ট।

Continue Reading

আইএসএল

ওড়িশা এফসিতে সই করলেন রোহিত কুমার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুম শেষ, শুরু হয়ে গিয়েছে দল বদলের লড়াই। কে কাকে টেক্কা দিয়ে কোন বড় নামটা নিজের দলে তুলবে সেই নিয়েই প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রথম সইটা করিয়ে ফেলল ওড়িশা এফসি। বেঙ্গালুরু থেকে রোহিত কুমারকে তুলে নিল তারা। ২০২১ থেকে বেঙ্গালুরু এফসিতে খেলছেন রোহিত।

Continue Reading

Trending