ফুটবল

২০২৫ সিএএফএ নেশনস কাপে অংশ নেবে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নিতে চলেছে ২০২৫ সালের সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপে। এই টুর্নামেন্টটি আগামী ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা যৌথভাবে আয়োজিত হবে উজবেকিস্তান এবং তাজিকিস্তানে।
ভারত গ্রুপ ‘বি’-তে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের সঙ্গে রয়েছে। এই গ্রুপের ম্যাচগুলি হবে দুশানবে শহরে। সূচি অনুযায়ী তারা ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে, ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে প্লে-অফ পর্বে, যার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। দুটি গ্রুপ রানার-আপ দুশানবেতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে, আর ফাইনাল হবে তাসখন্দে, দুই গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে।
CAFA-র ছয়টি স্থায়ী সদস্য দেশ হলো: আফগানিস্তান, ইরান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। আমন্ত্রিত দুটি দেশ হিসেবে এবার অংশ নিচ্ছে ভারত ও ওমান। ২০২৩ সালের আসরে ইরান উজবেকিস্তানকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version