ফুটবল

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। এদিন শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডের বিরুদ্ধে ছক বদলে নিজের দলের শক্তি পরীক্ষা করতে চাইলেন মানোলো মার্কুয়েজ রোকা। আক্রমণভাগে সুনীল ছেত্রীর সঙ্গে আশিক কুরুনিয়ানকে জুড়ে দিয়ে, চার ডিফেন্সে দল সাজালেন স্প্যানিশ কোচ। কিন্তু ম্যাচ জিততে পারল না ভারত। ছন্নছাড়া ফুটবল আর সুযোগ নষ্টের কারণেই প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হার ভারতের।

শুরু থেকেই ভারতীয় রক্ষণের উপর চাপ বজায় রেখেছিল থাইল্যান্ড। চাপের মুখে ৮ মিনিটেই গোল হজম করে মানোলো মার্কুয়েজের দল। দুই সেন্টার ব্যাক আনোয়ার এবং সন্দেশের সামনে থেকেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন বেন ডেভিস। ১৯ মিনিটের মাথায় কোরাউইচের শট লক্ষ্যভ্রষ্ট না হলে থাইল্যান্ডের পক্ষে ব্যবধান বাড়তেই পারতো। ২৪ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। লিস্টন কোলাসোর ফ্রি কিক থেকে হেড করেছিলেন সুনীল। কিন্তু থাইল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন কোলাসো। সুনীলের বাড়ানো পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও বল জালে জড়াতে পারেননি লিস্টন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একবার ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। আশিক কুরুনিয়ানের পাস বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু বিপক্ষ ডিফেন্ডারের ধাক্কায় বক্সের মধ্যে পড়ে যান সুনীল। পেনাল্টির আবেদন উঠলেও রেফারি তাতে কর্ণপাত করেননি। ৫১ মিনিটের মাথায় লিস্টনের অনবদ্য ফ্রি কিক রুখে দেন থাইল্যান্ডের গোলরক্ষক। ৫৯ মিনিটে থাইল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান পোরামেত। দ্বিতীয় গোল হজম করার পর ভারতের আক্রমণের ঝাঁঝ আরও কমে যায়। ৮০ মিনিটের মাথায় একটা সুযোগ নষ্ট করেন ছাংতে। অবশেষে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো ব্লু টাইগার্সদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version