ফুটবল

IFA SHIELD 2025: গোকুলাম কেরালাকে গোলের মালা পড়াল মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএফএ শিল্ডের সঙ্গে মোহনবাগানের সম্পর্ক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ১৯১১ সালে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে আইএফএ শিল্ড জিতেছিলে সবুজ-মেরুন ব্রিগেড। আর এই একটা জয় বাঙালির মনে আরও বেশি করে স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করে দিয়েছিল। যদিও ২০১৮ সালের পর আর আইএফএ শিল্ডে অংশ নেয়নি মোহনবাগান। দীর্ঘ চার বছর পর আবার কলকাতা ময়দানে ফিরেছে ঐতিহাসিক আইএফএ শিল্ড। গতকাল শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। এবার একই পথে হাঁটল মোহনবাগানও। প্রথম ম্যাচেই গোকুলাম কেরালাকে গোলের মালা পড়াল হোসে মোলিনার দল। ৫-১ গোলে জয় দিয়েই আইএফএ শিল্ডে অভিযান শুরু করল মোহনবাগান।

ধারে-ভারে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে চার বিদেশি ফুটবলার নিয়েই কলকাতায় আইএফএ শিল্ড খেলতে এসেছিল গোকুলাম। কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকেই ধীরে ধীরে আধিপত্য বিস্তার করেন জেমি ম্যাকলারেন, রবসন রবিনহোরা। এদিন নব্বই মিনিট মাঠে থেকে নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার৷ নিজে গোল করলেন, গোল করালেন। শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। কর্ণার থেকে রবসনের ভাসানো বলে মাথা ছোঁয়াতে ভুল করেননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে বিশ্বমানের গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন। এখানেও অ্যাসিস্ট রবসনের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আপুইয়ার আত্মঘাতী গোলে ম্যাচের ব্যবধান কমে। কিন্তু দমে যায়নি মোহনবাগান। মিনিট তিনেকের মধ্যেই ফের দলকে এগিয়ে দেন আলবার্তো। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন রবসন। ম্যাচের ৭৫তম মিনিটে আরও একটা গোল করেন জেমি ম্যাকলারেন। শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারলে মোহনবাগানের পক্ষে ব্যবধান আরও বাড়তে পারতো। ৫-১ গোলে বড় জয় দিয়ে মাঠের বাইরে সমালোচনার ঝড় সামলে দিল সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version