ইস্টবেঙ্গল
IFA SHIELD 2025: প্রত্যাশিত জয় দিয়েই শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চার বছর পর ময়দানে ফিরল আইএফএ শিল্ড৷ বুধবার কল্যাণী স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই দুর্বল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ৪-০ গোলে বড় জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জয় গুপ্ত, সউল ক্রেসপো, হামিদ আহদাদ এবং জিকসন। লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল করলেন জয় গুপ্ত। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বিপক্ষের রক্ষণে আধিপত্য বজায় রাখলেন লাল-হলুদ ফুটবলাররা। গোটা ম্যাচে একবারও গোলমুখী আক্রমণ করতে পারেনি শ্রীনিধি ডেকান।
ম্যাচের শুরু থেকেই প্রত্যাশা মত আক্রমণাত্মক ফুটবলকেই অস্ত্র করেছিল অস্কার ব্রুজোর দল। ফলস্বরূপ ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। রশিদের হেডার জালে জড়ালেও, অফসাইডের কারণে তা বাতিল হয়। ১৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মিগুয়েল। ২২ মিনিটে সেই মিগুয়েলের ফ্রি কিক রুখে দেন শ্রীনিধি ডেকানের গোলরক্ষক আদিল ফায়জাল। যদিও ফিরতি বল জালে জড়িয়ে দেন জয় গুপ্ত। ২৮ মিনিটের মাথায় আরও একবার রশিদের দুরন্ত ফ্রি কিক রুখে দেন আদিল। দশ মিনিট পর ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সউল ক্রেসপো। বাঁ দিক থেকে বিপিনের ক্রসে মাথা ছোঁয়াতে ভুল করেননি তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে বিপিনের ক্রস থেকে দর্শনীয় গোল করেন হামিদ। ডান দিক থেকে বক্সের মধ্যে মাপা ক্রস রেখেছিলেন বিপিন। চলতি বলে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন হামিদ। মিনিট চারেক পরেই দলের হয়ে চতুর্থ গোলটি করেন জিকসন সিং। পরিবর্ত হিসাবে নেমে দলের জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৪-০ গোলে শ্রীনিধি ডেকানকে উড়িয়ে দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।