আন্তর্জাতিক ফুটবল

স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল জার্মানি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ইউরোপীয় কোয়ালিফায়ারে দারুণ জয়ে টিকিট নিশ্চিত করল জার্মানি ও নেদারল্যান্ডস। দুই পরাশক্তির এমন আধিপত্যপূর্ণ পারফরম্যান্সে সমর্থকদের মধ্যে নতুন করে জেগেছে শিরোপা জয়ের স্বপ্ন।
নিজেদের শেষ গ্রুপ ম্যাচে স্লোভাকিয়াকে ৬–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ এ-এর শীর্ষে উঠে এল জার্মানি। ম্যাচের শুরু থেকেই আক্রমণভাগের দাপট ছিল চোখে পড়ার মতো। দুর্দান্ত পাসিং, ধারাবাহিক চাপ এবং নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষ কোনো প্রতিরোধই গড়তে পারেনি। এই জয়ের মাধ্যমে তারা অনায়াসেই জায়গা পাকা করে নেয় বিশ্বকাপের মূলপর্বে।
অন্যদিকে নেদারল্যান্ডস তাদের গ্রুপ জি-তে একইভাবে দাপট দেখিয়ে লিথুয়ানিয়াকে ৪–০ গোলে হারিয়ে যোগ্যতা নিশ্চিত করে। ‘অরেঞ্জ আর্মি’র গতিময় ফুটবল আবারও প্রমাণ করেছে তাদের পুরনো শক্তি। পুরো কোয়ালিফায়ার জুড়ে অপরাজিত থাকার কৃতিত্ব দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে এই দুই দলের এমন ফর্ম ফুটবলবিশ্বের নজর কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বড় মঞ্চে জার্মানি ও নেদারল্যান্ডস উভয়কেই এবার সম্ভাব্য শিরোপাপ্রত্যাশীদের তালিকায় রাখতে হবে। ইউরোপের বাকি গ্রুপগুলোর লড়াই এখনও চলমান থাকলেও, জার্মানি ও নেদারল্যান্ডস তাদের দাপুটে ফুটবলে ইতিমধ্যেই জানিয়ে দিল—২০২৬ বিশ্বকাপে তাদেরকে থামানো সহজ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version