ফুটবল

কলকাতায় আসছেন ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথাউস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং বেঙ্গল সুপার লিগের (BSL) গ্লোবাল অ্যাম্বাসেডর লোথার ম্যাথাউস এবার পা রাখতে চলেছেন কলকাতায়। আগামী ১৬ নভেম্বর, শ্রাচি স্পোর্টস-এর উদ্যোগে এক বিশেষ সফরে তিনি আসছেন শহরে। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই ফুটবল মহলে তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস ও প্রত্যাশা।


ফুটবলে নেতৃত্ব, শৃঙ্খলা এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ম্যাথাউসের এই সফরের লক্ষ্য—বাংলার নতুন প্রজন্মের ফুটবলার ও ক্রীড়াপ্রেমীদের অনুপ্রাণিত করা। কলকাতা সফরের সময় তিনি অংশ নেবেন বিভিন্ন আলাপচারিতা, মেন্টরশিপ সেশন এবং ক্রীড়াজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ে।

বেঙ্গল সুপার লিগের প্রথম আসর শুরু হতে চলেছে এই ডিসেম্বরেই। সেই প্রেক্ষাপটে ম্যাথাউসের আগমনকে দেখা হচ্ছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে। তাঁর আন্তর্জাতিক খ্যাতি ও অভিজ্ঞতা BSL-কে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি বাংলার ফুটবল পরিকাঠামো ও প্রতিভা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version