ফুটবল

রোনাল্ডোহীন আল নাসেরের বিরুদ্ধে লজ্জার পরাজয় এফসি গোয়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার রাতে রিয়াধে আল নাসেরের ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া। ধারে ভারে পিছিয়ে থাকলেও, সিআর সেভেনের দলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলেন ব্রাইসন ফার্নান্ডেজ, সন্দেশ ঝিঙ্গানরা। প্রথম লেগে ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করে ১-২ গোলে পরাজিত হয়েছিল মানোলো মার্কুয়েজ রোকার দল। কিন্তু এদিন যেন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না তারা। একপেশে ম্যাচে ৪-০ গোলে পরাজিত ভারতীয় ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই গোয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। কম গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় এদিন মাঠে নামেননি তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাদিও মানে, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মত দলের অধিকাংশ গুরুত্বপূর্ণ ফুটবলারকেই প্রথম একাদশে রাখেননি কোচ জর্জ জেসুস। তবুও গোয়ার বিরুদ্ধে আধিপত্য দেখিয়েই জয় পেয়েছে তারা। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন আব্দুলরহমান ঘরিব।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান তিনি। এরপর আক্রমণের ঝড় আছড়ে পড়ে গোয়ার রক্ষণে। ৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল এফসি গোয়ার কাছে। কিন্তু গোল করতে ব্যর্থ হন ডেজান দ্রাজিচ। ৬৫ মিনিটে আল নাসেরের হয়ে তৃতীয় গোলটি করেন মারান। ময়াচের শেষ দিকে পরিবর্ত হিসাবে মাঠে নামেন সাদিও মানে, জোয়াও ফেলিক্স। ৮৪ মিনিটে মানের ক্রস থেকেই দর্শনীয় গোল করেন ফেলিক্স। এই জয়ের পর চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে সকলের ধরাছোঁয়ার বাইরে আল নাসের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version