ফুটবল
আল নাসেরের বিরুদ্ধে লড়াই করেও হার এফসি গোয়ার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার বিকেলের পর গোয়ার রাজপথে শুধুই হলুদ-কমলা জার্সির ঝড়। কেউ পড়েছে সিআর সেভেনের জার্সি, আবার কারুর গলায় ‘ফোর্সা গোয়া’ ধ্বনি। গোয়ায় ম্যাচ খেলতে না এসেও যেন রইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অগণিত অনুরাগীর হতাশাই প্রমাণ করে দিল, এদিন রোনাল্ডো জ্বরে আক্রান্ত গোয়া। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ টি গোলের মালিকের অনুপস্থিতিতে গ্যালারির অনেকাংশই ফাঁকা থেকে গেল। তবুও গ্যালারি বারবার গর্জে উঠল। কিন্তু দিনশেষে খালি হাতেই ঘরে ফিরলেন এফসি গোয়ার সমর্থকরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে আল নাসেরের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে হারের হ্যাটট্রিক করল মানোলো মার্কুয়েজ রোকার দল।
ম্যাচের প্রথম মিনিট থেকেই এফসি গোয়ার রক্ষণে ত্রাসের সঞ্চার করতে থাকে আল নাসের। ১০ মিনিটের মাথায় অ্যাঞ্জেলো ডামাসেনোর গোলে এগিয়ে যায় আল নাসের। বক্সের বাইরে থেকে মাপা শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ২৪ মিনিটের মাথায় মহম্মদ মারানের হেডার লক্ষ্যে থাকলে বিপদে পড়তে পারতেন এফসি গোয়ার গোলরক্ষক। মিনিট তিনেক পরেই আল নাসেরের হয়ে ব্যবধান বাড়ান মুসা কামারা। দু’গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। সিভেরিওর পরিবর্তে মাঠে নেমেই গোয়াকে ম্যাচে ফেরান ব্রাইসন। প্রথমার্ধের শেষ মুহুর্তে তাঁর করা গোল থেকেই ব্যবধান কমায় এফসি গোয়া। দ্রাজিচের থ্রু বল ধরে বক্সের মধ্যে থেকে একক দক্ষতায় রক্ষণকে বোকা বানিয়ে গোল করে যান ব্রাইসন।
দ্বিতীয়ার্ধে অনেক বেশি বলের দখল রেখেই আক্রমণ তৈরি করতে থাকে আল নাসের। ফলে ম্যাচে ফেরা ধীরে ধীরে কঠিন হয়ে যায় মানোলো মার্কুয়েজ রোকার দলের জন্য। ৬৫ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নামেন জোয়াও ফেলিক্স এবং সাদিও মানে। ফতোর্দার গ্যালারি জুড়ে তখন উৎসবের উল্লাস। পর্তুগীজ তারকা ফুটবলারকে দেখার অপূর্ণ স্বাদ মিটল। কিন্তু জয়ের দেখা মিলল না। শেষ মুহুর্তে একাধিক গোলের সুযোগ তৈরি করেও, ম্যাচে সমতা ফেরাতে পারেনি এফসি গোয়া। সংযোজিত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড টিমোর। পরপর তিন ম্যাচ হেরে এসিএল টু-তে নিজেদের লড়াই কঠিন করে ফেললেন সন্দেশ ঝিঙ্গান, ব্রাইসন ফার্নান্ডেজরা।