আন্তর্জাতিক ফুটবল

নাটকীয় প্রত্যাবর্তনে ইউরোপা কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে লিওকে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-২ গোলে অমীমাংসিত ভাবেই শেষ হয়েছিল ম্যাচ। ফলে রেড ডেভিলসের সমর্থকরা ফিরতি লেগে মিরাকলের অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার রাতে সেই অসম্ভবকেই সম্ভব করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।এদিন ম্যাচের শুরু থেকেই দাপট বজায় ছিল ম্যান ইউয়ের। ১০ মিনিটের মাথায় ম্যানুয়েল উগার্তের গোলে এগিয়ে যায় রুবেন আমোরিমের দল। প্রথমার্ধের সংযোজিত সময়ে গোল করে ব্যবধান বাড়ান দিয়াগো দালত। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭১ এবং ৭৭ মিনিটে দুটি গোল করে ম্যাচে ফিরে আসে লিও। কোরেনটিন তোলিসো ও নিকোলাস তালিয়াফিকো গোল দুটি করেন। ৮৯ মিনিটে লাল কার্ড দেখেন তোলিসো। দশ জনে হয়ে যায় লিও। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লিও। এই সময় মনে হয়েছিল আর ম্যাচে ফিরে আসা সম্ভব নয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষে। তবে ১১৪ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্ডেজ। ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে ম্যাচের ফল ৪-৪ করেন। ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন হ্যারি ম্যাগুয়েরা। অবশেষে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে লিওকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version