ইস্টবেঙ্গল

সোমবারই ইস্টবেঙ্গলের হাতে উঠবে কলকাতা লিগের ট্রফি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা ময়দানে আবারও লাল-হলুদের উৎসব। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে ২০২৪-২৫ মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ডায়মন্ড হারবার এফসির পক্ষ থেকে আদালতে মামলা করা হলে, লাল-হলুদ ব্রিগেডকে গত মরশুমে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি আইএফএ। অবশেষে, আদালতের ছাড়পত্র পেয়েই সম্প্রতি ইস্টবেঙ্গলকে গত মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৫ মরশুমের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন ইমামী ইস্টবেঙ্গল এফসির হাতে আগামীকাল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে চ্যাম্পিয়নস ট্রফি। সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ইস্টবেঙ্গল/এরিয়ান মাঠে দুপুর দুটোয় আয়োজিত হবে এই ট্রফি প্রদান অনুষ্ঠান।


কলকাতার মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম নিজ হাতে লাল-হলুদ শিবিরের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন। আইএফএ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য ডিভিশনের লিগ জয়ী দল এবং সেরা পারফরমারদের পুরস্কার দেওয়া হবে আসন্ন শারদৎসবের পর আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগ জয়ের পাশাপাশি, চলতি মরশুমেও খেতাব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বিনো জর্জের দল। সোমবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই চলতি কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। ফলে সোমবার ঘরের মাঠে জোড়া আনন্দের ভাগিদার হতে পারেন লাল-হলুদ জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version