ইস্টবেঙ্গল
জয় দিয়ে কন্যাশ্রী কাপে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একদিকে যখন ইস্টবেঙ্গল পুরুষ দল ডুবে রয়েছে গভীর অন্ধকারে। ঠিক তখন অন্যদিকে লাল-হলুদ মেয়েদের জয়জয়কার। সম্প্রতি আই লিগের খেতাব জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। শুক্রবার কন্যাশ্রী কাপে বড় জয় দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গলের মেয়েরা। শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফএর যৌথ উদ্যোগে সূচনা হল কলকাতা মহিলা ফুটবল লিগের। এদিন ৮-১ গোলের বিশাল ব্যবধানে মৈত্রী সংসদকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন সুলঞ্জনা এবং দেবলিনা। একটি করে গোল করেন সিনডি কোলনে, প্রিয়াঙ্কা সুজেশ, সুস্মিতা লেপচা এবং কার্তিকা আঙ্গামুথু।