ফুটবল
জয়ের উৎসব স্থগিত রাখল ডায়মন্ড হারবার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আঁচ ছড়িয়ে পড়েছে দেশের সব প্রান্তে। বাদ যায়নি ক্রিকেট, ফুটবলের ময়দানও। এই জঙ্গি হামলার বিরুদ্ধে সরব হয়েছেন দেশের নামি-দামি ক্রীড়াবিদরা। এবার সেই পথেই হাঁটল ডায়মন্ড হারবার এফসি। চলতি মরশুমে আই লিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এই জয় উপলক্ষে আগামী ২৭ মে বিজয় উৎসব আয়োজন করার কথা ছিল। কিন্তু এই মুহুর্তে সেই আয়োজন বাতিল করল ডায়মন্ড হারবার এফসি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট।