ফুটবল
জামশেদপুরকে উড়িয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপে অভিষেক মরশুমেই ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে এক গ্রুপে থেকেও, দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল কিবু ভিকুনার দল। রবিবার প্রথম কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করল ডায়মন্ড হারবার এফসি৷ ডায়মন্ড হারবারের হয়ে জোড়া গোল করলেন তরুণ ফুটবলার সাইরুয়াতকিমা। ডুরান্ড কাপ শুরুর আগে বিশেষজ্ঞদের অনেকেই ডার্ক হর্স হিসেবে ধরেছিলেন এই দলকে। তাঁদের অনুমান যে ভুল ছিল না, আরও একবার সেটার প্রমাণ দিল ডায়মন্ড হারবার এফসি।
রবিবার জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরু থেকেই দাপট দেখায় ডায়মন্ড হারবার। ম্যাচের ৩ মিনিটের মধ্যেই সাইরুয়াতকিমার গোলে এগিয়ে যায় কিবু ভিকুনার দল। ডান প্রান্ত থেকে জবি জাস্টিনের লম্বা থ্রো বক্সের মধ্যে পেয়ে যান সাইরুয়াতকিমা। বল জালে জড়াতে ভুল করেননি তিনি। শুরুতে এগিয়ে যাওয়ার ফলে আক্রমণের চাপ বাড়ায় ডায়মন্ড হারবার। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান কিমা। সেটপিস থেকে বক্সের মধ্যে বল পেয়ে শট নিয়েছিলেন হালি। প্রথম প্রচেষ্টায় বল তালুবন্দী করতে পারেননি জামশেদপুর এফসির গোলরক্ষক। ফিরতি বলে শট নিয়েই গোল করেন সাইরুয়াতকিমা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করেন জয়েশ রানে, শ্রীকুত্তান, ভিপি সুহেররা। কিন্তু ডায়মন্ড হারবারের গোলের নীচে দুর্ভেদ্য প্রাচীর হয়ে ছিলেন মিরশাদ।