ফুটবল
DURAND CUP 2025: সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবারের মতো ডুরান্ড কাপে অংশ নিয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগানের কাছে বড় হারে হোঁচট খেলেও জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নবীন এই দল। আগামীকাল সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলকাতার অন্যতম শক্তিশালী দল ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার কোচ বলেন, “আমাদের মূল লক্ষ্য আইএসএল-এ উন্নীত হওয়া। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলেও আমরা যোগ্য দল হিসাবেই এখানে এসেছি। প্রতিপক্ষকে সম্মান করি, তবে নিজেদের প্রতিও সমান আস্থা রয়েছে।”
ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার জবি জাস্টিন, যিনি এখন ডায়মন্ড হারবারের হয়ে খেলছেন, বলেন, “প্রাক্তন ক্লাবের বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ অনুভূতি বহন করে। তবে আমি এখন পুরোপুরি ডায়মন্ড হারবারের জন্য মনোযোগী। আমরা চাই সেমিফাইনালে থেমে না গিয়ে ফাইনালে পৌঁছাতে।” কোচ আরও যোগ করেন, “ফুটবলে সবই সম্ভব। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু আমরাও ভালো দল বলেই সেমিফাইনালে এসেছি। আমরা চাই ভালো খেলে সাফল্য অর্জন করতে।”
কলকাতার ফুটবল সমর্থকদের নজর এখন ডুরান্ড কাপের এই সেমিফাইনালে। ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলের বিপক্ষে নতুন শক্তি হিসেবে ডায়মন্ড হারবার এফসি নিজেদের প্রতিষ্ঠা করার লড়াইয়ে নামছে।