ফুটবল

CFL 2025: কালীঘাট মিলন সংঘকে হারিয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডার্বির আগে স্বস্তির নিঃশ্বাস মোহনবাগান শিবিরে। কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কালীঘাট মিলন সংঘকে ২-১ গোলে হারিয়ে মরশুমের প্রথম বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসে বলীয়ান সবুজ-মেরুন ব্রিগেড।
বুধবার কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে ডেগি কার্ডোজোর ছেলেরা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই অধিনায়ক সন্দীপ মালিকের নিখুঁত সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগানের রক্ষণভাগ। রোশান সিংয়ের ভুল পাসের সুযোগ নিয়ে ২২ মিনিটে ম্যাচে সমতা ফেরান কালীঘাটের সুরজিত হালদার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বড় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন থুমসোল টংসিন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ৫২ মিনিটে তামাংয়ের একটি হেড দুর্দান্তভাবে রুখে দেন কালীঘাটের গোলরক্ষক। মিনিট তিনেক পরেই আরেকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন টংসিন। অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে করণ রাইয়ের গোলে আবার এগিয়ে যায় মোহনবাগান। এরপর কালীঘাট মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোলের মুখ দেখতে পারেনি।
ম্যাচ শেষে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, “আমরা ধীরে ধীরে ছন্দে ফিরছি। ডার্বির আগে এই জয় গুরুত্বপূর্ণ। তবে আমাদের আরও অনেক ভুল কমাতে হবে।” পাশাপাশি, কল্যাণীর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কোচের কথায়, “এই মাঠ ডার্বির জন্য একেবারেই উপযুক্ত নয়। আইএফএ-র এই বিষয়ে ভাবা উচিত।”
১৯ জুলাই মরশুমের প্রথম বড় ম্যাচ। তার আগে জয় ফেরায় স্বস্তিতে কোচ থেকে সমর্থক সকলেই। এখন দেখার, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে ডেগি কার্ডোজোর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version