ইস্টবেঙ্গল
CFL 2025: কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু
রে স্পোর্টজের প্রতিবেদন: আগামী ২৬ জুলাই মরশুমের প্রথম কলকাতা ডার্বি। কলকাতা লিগের বড় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রথমে ১৯ জুলাই বড় ম্যাচ হওয়ার কথা থাকলেও, পুলিশি অনুমতি না পাওয়ায় ম্যাচ পিছিয়েছে ২৬ জুলাই। ইতিমধ্যেই মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে দুই প্রধানের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। শনিবার থেকেই আসন্ন মেগা ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে গেল। ডিস্ট্রিক্ট বাই জোমাটোতে পাওয়া যাচ্ছে কলকাতা ডার্বির অনলাইন টিকিট।
ইতিমধ্যেই জানা গিয়েছিল আসন্ন কলকাতা লিগে বড় ম্যাচের টিকিট মূল্য ১৫০ টাকা। শনিবার রাতে শুরু হয়ে গেল কলকাতা ডার্বির টিকিট বিক্রি। টিকিট মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। কল্যাণী স্টেডিয়ামেই আয়োজিত হবে মরশুমের প্রথম ম্যাচ। গোল পোস্টের পিছনের গ্যালারি অর্থাৎ এ ব্লক ইস্টবেঙ্গলের জন্য নির্ধারণ করা হয়েছে। মাঠের পাশে প্রেস বক্সের দিকের গ্যালারি অর্থাৎ সি ও ডি ব্লক মোহনবাগানের জন্য নির্ধারণ করা হয়েছে। বি ব্লক অর্থাৎ মাঝের গ্যালারি নিরাপত্তার জন্য ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন কলকাতা লিগের বড় ম্যাচে ইতিহাস গড়তে চলেছে আইএফএ। সম্পূর্ণ অনলাইন টিকিটের মাধ্যমেই খেলা দেখতে পারবেন দুই প্রধানের দর্শকরা। অর্থাৎ অনলাইনে টিকিট কাটার পর আর অফলাইন টিকিট সংগ্রহ করার প্রয়োজন পড়বে না। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নজিরবিহীন।