আন্তর্জাতিক ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগে অঘটন, একই রাতে বিদায় রিয়াল, বায়ার্নের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে নামছে মানেই শেষ মুহূর্তের গোলে জয়লাভ, চূড়ান্ত নাটকীয়তা, ঐতিহাসিক কামব্যাক। এসবই যেন পরিচিত দৃশ্য সান্তিয়াগো বের্নাবিউতে। তবে বুধবার ঘরের মাঠে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০-৩ গোলে হেরেছিলেন কিলিয়ান এমবাপেরা। এদিন ঘরের মাঠে ১-২ গোলে পরাজিত হওয়ায় ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-৫। বড় ব্যবধানে হেরে এবছরের মত চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ করল রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, ইন্টার মিলানের সঙ্গে ড্র করে বিদায় নিতে হল বায়ার্ন মিউনিখকে। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ঘরের মাঠে ১-২ গোলে পরাজিত হয়েছিল বায়ার্ন। এবার ফিরতি লেগে ইন্টারের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল তারা। ৫২ মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। কিন্তু ৬ মিনিটের মধ্যেই গোল হজম করে তারা। ৬১ মিনিটে এগিয়ে যায় ইন্টার। অবশেষে ৭৬ মিনিটে বায়ার্ন সমতা ফেরালেও, ভাগ্য বদলাতে পারেনি তারা।