আন্তর্জাতিক ফুটবল
শিরোপা জিতেও পচা শামুকে পা কাটলো লিভারপুল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পর আর জয়ের মুখ দেখেনি লিভারপুল। পরপর তিন ম্যাচে পয়েন্ট খোয়ালো অল রেডরা। লিভারপুলকে নাটকীয়ভাবে ৩-২ গোলে হারিয়ে পরবর্তী মরশুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখল ব্রাইটন। ৯ মিনিটের মাথায় হেনরি এলিয়টের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩২ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। প্রথমার্ধের শেষ মিনিটে আরও একবার এগিয়ে যায় আর্নে স্লটের দল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় গোল করে ফের দলকে সমতায় ফেরান মিতোমা। এরপর ম্যাচের একেবারে শেষ মুহুর্তে ব্রাইটনের হয়ে জয়সূচক গোলটি করেন হিনশেলউড।