আন্তর্জাতিক ফুটবল

চাকরি গেল দোরিভাল জুনিয়রের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাম্প্রতিক খারাপ ফর্মের জেরে ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই করা হল দোরিভাল জুনিয়রকে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ব্রাজিল দলের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি লাগাতার ব্যর্থতার জেরেই চাকরি খোয়াতে হল তাঁকে। আর্জেন্টিনার বিরুদ্ধে চার গোল হজনের তিন দিনের মধ্যেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল দোরিভালকে। দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। কিন্তু ইকুয়েডর এবং উরুগুয়ের পরে চার নম্বরে রয়েছে ব্রাজিল।

দোরিভালের ১৪ মাসের কোচিংয়ে সাফল্য পায়নি সেলেকাওরা। তাই আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পরেই তড়িঘড়ি কোচ বদলের সিদ্ধান্ত নিতে চলেছে ব্রাজিল ফুটবল দল। নতুন কোচের নাম হিসাবে উঠে আসছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তির নাম। তবে ২০২৬ পর্যন্ত আনসেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে রিয়ালের। চলতি মরশুম রিয়াল মাদ্রিদ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি না জিতলে বরখাস্ত হতে পারেন আনসেলত্তি। তবেই ব্রাজিল দলের দায়িত্ব নিতে পারবেন তিনি। আগামী ৪ জুন ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিলের পরবর্তী ম্যাচ। তার আগে নতুন কোচের নাম ঘোষণা হয় কিনা, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version