রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র-এর পর, গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে, থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছেন সুনীলরা। আগামী ৪ জুন থাইল্যান্ডের মাটিতেই থাইল্যান্ডের বিরুদ্ধে একটি ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তার আগে ১৮ মে থেকে কলকাতায় শিবির করবে মানোলো মার্কুয়েজ রোকার দল। ২৯ মে থাইল্যান্ড উড়ে যাবে তারা। সেখানে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেই হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল।