ফুটবল
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৯ মে অরুনাচল প্রদেশে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই, ২৫ সদস্যের দল নিয়ে ইটানগর পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। মঙ্গলবার এআইএফএফের পক্ষ থেকে ২৩ সদস্যের দল ঘোষণা করা হল। হেড কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত।
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল:
গোলরক্ষক: আরুষ হরি, সুরাজ সিং, রোহিত
ডিফেন্ডার: আশিক অধিকারী, বুংসন সিং, জড্রিক আব্রাঞ্চেস, মেলেমগাম্বা সিং, মহম্মদ কাইফ, সুমিত শর্মা, সহুম উত্রেজা, রোশান সিং থাংজাম
মিডফিল্ডার: ড্যানি মিতেই, গুরনাজ সিং, মহম্মদ আরবাস, রিশি সিং, সিংগামায়ুম শামি
ফরোয়ার্ড: স্যামসন, ভারত, রোহেন সিং, ওমাং ডোডুম, প্রশান জাজো, লুংকিম, বেঞ্জামিন
হেড কোচ: বিবিয়ানো ফার্নান্ডেজ