Connect with us

ফুটবল

লা লিগা যুব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় লা লিগা ইউথ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া। অনূর্ধ্ব ১৪ এই প্রতিযোগিতার ফাইনালে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ডের ক্লাব ভাচিলারাই ইউনাইটেড। ১-০ গোলে জিতেছে ভারতের ক্লাবটি। ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলদাতা ডেনিস সিং। মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ ভারত থাইল্যান্ড ফিলিপিন সহ আরো বেশ কিছু দেশের নামি ক্লাব অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। যার মধ্যে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফুটবল

ভারতের জার্সি পরে গোল করতে মুখিয়ে কিয়ান নাসিরি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২৩ বছর বয়সী কিয়ান নসিরি এবারে ডাক পেয়েছেন ভারতের ইন্টারকন্টিনেন্টাল কাপের দলে। প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাক পেয়ে এক সাক্ষাৎকারে কিয়ান বলছেন “প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে সত্যিই খুব খুশি হয়েছিলাম। যদি কোচ মনে করেন এটাই আমার সঠিক সময় আমায় জাতীয় দলের ক্যাম্পে ডাকার, তাহলে আমি সেই ভরসাটা কোচকে দিতে চাইবো। যদি আমি খেলার সুযোগ নাও পাই তাহলে চেষ্টা করবো আরও বেশি পরিশ্রম করে দলে নিজের জায়গা করে নিতে।”

কিয়ান তার ফুটবল যাত্রা শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। তারপরে মোহনবাগানে যোগ দেন কিয়ান। যেখানে গিয়ে সে তার জীবনের সব থেকে সেরা খেলাটা খেলেন। ২০২২ সালের আইএসএল ডার্বিতে যেখানে কিয়ান চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ৯ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন কিয়ান নাসিরি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রদ্রিগোর গোলে জয় পেলো ব্রাজিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের ৪ নম্বর স্থানে উঠে এলো ব্রাজিল।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় রদ্রিগোর ডানপায়ের দূরপাল্লা শটে পরাস্ত হয় ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তাদের কাছে লক্ষ্য এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করা। আপাতত গ্রুপের ৪র্থ স্থানে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে ১ নম্বরে। লাতিন আমেরিকার গ্রুপ থেকে মোট ৭টি দল ২০২৬ বিশ্বকাপে খেললেও তার মধ্যে ৬টি দল সরাসরি খেলবে ও ৭ নম্বর দলটিকে প্লে-অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে ১১ই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে। এখন সব ম্যাচে ভালো ফল করাই হলো ব্রাজিলের মূল লক্ষ্য।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কেরিয়ারের ৯০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করে ইতিহাস গড়লেন ৫ বারের ব্যালন ডি’অর বিজেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল রাতে উয়েফা নেশনস লীগে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ৩৪তম মিনিটে ঐতিহাসিক গোলটি করলেন তিনি। নুনো মেন্দেজের বাড়ানো ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দিয়ে ইতিহাসও গড়লেন সিআর সেভেন।

২০০৩ সালে স্যার আলেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে রোনাল্ডো সই করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি তার ৬ বছরের কেরিয়ারে মোট ১৪৫টি গোল করেন। যদিও রোনাল্ডোর ফুটবল জীবনে সবথেকে সুন্দর সময় শুরু হয় ২০০৯ সালে। যখন তিনি সই করেন স্পেনের রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে তিনি ৯ বছরে মোট ৪৫০টি গোল করেন এবং চ্যাম্পিয়ন্স লীগও জেতেন। ২০১৮ সালে রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে সই করেন জুভেন্টাসে। সেখানে ৪ বছরে মোট ১০১টি গোল করেন তিনি। ২০২২ সালে ক্রিশ্চিয়ানো যোগ দেন আল নাসের ক্লাবে। যেখানে ইতিমধ্যেই তিনি ৭৪ ম্যাচে ৬৮টি গোল করে ফেলেছেন। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও ১৩১ গোল রয়েছে তাঁর।

এবারে দেখবার বিষয় এই গোল ট্যালিটাকে আরও কতটা দীর্ঘ করতে পারেন গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Continue Reading

Trending