আন্তর্জাতিক ফুটবল
দুই ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে এস্প্যানিয়লকে ২-০ গোলে হারিয়ে লা লিগা খেতাব জিতল বার্সেলোনা। অবিশ্বাস্য গোল করলেন লামিনে ইয়ামাল। এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে হ্যান্সি ফ্লিকের দল। শেষ দুই ম্যাচ জিতলেও রিয়াল মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোঁয়া সম্ভব হবে না। ফলে লিগের দুটি ম্যাচ বাকি থাকতেই খেতাব ঘরে তুললো কাতালান জায়ান্টরা।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও, প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি বার্সেলোনা। ৫৩ মিনিটে ইয়ামালের অবিশ্বাস্য গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে দ্বিতীয় গোলটি করেন ফার্মিন লোপেজ। ২০১৫/১৬ মরশুমের পর চলতি বছরে ফের লা লিগার খেতাব জয় করল বার্সেলোনা। এই নিয়ে মোট ২৮ বার লা লিগা খেতাব জিতল তারা। চলতি মরশুমে হ্যান্সি ফ্লিকের তত্ত্বাবধানে ত্রিমুকুট জয় করল বার্সেলোনা।