ফুটবল
মোহনবাগানকে সমীহ করছে আহাল এফকে, মোলিনার গলায় আত্মবিশ্বাসের সুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই-এর ম্যাচে আহাল এফকের মুখোমুখি হবে মোহনবাগান। কোনও বিদেশি ফুটবলার ছাড়াই ভারতসেরাদের মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের ক্লাবটি। অন্যদিকে, সবুজ-মেরুন ব্রিগেডে বিশ্বকাপারের ছড়াছড়ি। সদ্য আইএসএলে জোড়া ট্রফি জয়ী মোহনবাগানকে সমীহ করছে আহাল এফকে। সোমবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আহাল এফকের হেড কোচ এজিজ আন্নামুহামেদভ বলেন, “মোহনবাগান ভালো দল, শক্তিশালী দল। ওরা দেশের চ্যাম্পিয়ন ক্লাব। তবে আমরাও লড়াই করার জন্য প্রস্তুত।” তিনি আরও বলেন, “এই ধরনের প্রতিযোগিতায় আমরা নতুন নয়। আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই ভারতে এসেছি। তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরাই আমাদের প্রধান লক্ষ্য।”
বিপক্ষের ডেরায় এসে যখন সোজা ব্যাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন আহাল এফকের হেড কোচ, অন্যদিকে অনেক বেশি শান্ত এবং সাবধানী হোসে মোলিনা। গত মরশুমে সুযোগ পেয়েও এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারেনি মোহনবাগান। এবার সেই সুযোগটা সুদে-আসলে পুষিয়ে নিতে চায় বাগান শিবির। মোলিনা বলেন, “এতোদিন আমরা ভারতীয় ফুটবলে নিজেদের সেরা প্রমাণ করেছি। এবার এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার পালা। এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ।” ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর, সময় নষ্ট না করেই এসিএল টু-এর প্রস্তুতিতে নেমে পড়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট বাগান কোচ। এই প্রসঙ্গে হোসে মোলিনা বলেন, “দলের প্রস্তুতিতে আমি সন্তুষ্ট। সকলকে দশে-দশ দিতে চাই। একমাত্র মনবীর ছাড়া সকলেই মাঠে নামার জন্য তৈরি।”