ফুটবল
আন্দুল মেরিনার্সের বিরাট শোভাযাত্রা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মোহনবাগান সমর্থকরাই সবুজ মেরুন ব্রিগেডের প্রাণশক্তি। সারা বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে মোহনবাগান ফ্যান ক্লাবগুলি। আন্দুল মেরিনার্সও তার ব্যতিক্রম নয়। পয়লা বৈশাখ ময়দানের চিরাচরিত ঐতিহ্যশালী বার পুজোর দিন এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেছিল তারা। মোহনবাগান, হাওড়া আর আন্দুল একদমই একে অপরের পরিপূরক। এই দিন এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে অগণতি মোহনবাগান সমর্থক, পথচলতি সাধারণ মানুষ এই বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সুষ্ঠ ভাবে এই আনন্দ আমাদের সবার সাথে ভাগ করেছেন হাওড়া জেলার অন্যতম একটি পুরোনো ফ্যান ক্লাব আন্দুল মেরিনার্সের সকল সদস্যদের সাথে।