আন্তর্জাতিক ফুটবল
AFC WOMEN’S CHAMPIONS LEAGUE: ড্র করেও, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গল। বিস্তারিত পড়ুন..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেও, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে যোগ্যতা অর্জন করল মশাল গার্লসরা। এদিন ইস্টবেঙ্গলের হয়ে গোল পেয়েছেন সঙ্গীতা বাসফোর। অপরদিকে কিটচির এফসির হয়ে গোল পেয়েছেন হো মুই মেই।
ম্যাচের শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলতে নামে দুই দলের ফুটবলাররাই। যদিও ইস্টবেঙ্গলের কাছে মাত্র ১ পয়েন্ট নিতে পারলেই, প্রতিযোগিতার মূল পর্বে যাওয়ার সুযোগ ছিল। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ফাজিলার বাড়ানো বল থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। অপরদিকে কিটচির এফসি আক্রমণে উঠলেও গোল করতে ব্যার্থ হয়। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিটচির এফসি। সেই সুবাদে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান হো মুই মেই। যদিও তারপর দুই দলই চেষ্টা করলেও, আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। যার ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র করেই, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা পাকা করে ফেলে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।