আন্তর্জাতিক ফুটবল
FIFA CLUB WORLD CUP 2025: পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার মিয়ামি। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে, পিএসজির কাছে হেরে, প্রতিযোগিতা থেকে বিদায় নিল ইন্টার মিয়ামি। পাশাপাশি নিজের পুরোনো দলের বিরুদ্ধেই হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন লিওনেল মেসিরা। পিএসজির বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত হয়েছে জাভিয়ের মাসচেরানোর দল। এদিন পিএসজির হয়ে জোড়া গোল করেছেন জোয়াও নেভেস। আরেকটি গোল পেয়েছেন আশরফ হাকিমি। অপরদিকে একটি আত্মঘাতী গোল করেছেন মায়ামির আভিলেস।
ধারে ভারে ইন্টার মিয়ামির থেকে অনেকটাই এগিয়ে ছিল পিএসজি। যেই কারণে ম্যাচের ছয় মিনিটের মাথায় রুবেন নেভেসের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৯ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি তুলে নেন নেভেস। অপরদিকে মরিয়া চেষ্টা করেও, গোল তুলে নিতে ব্যর্থ হচ্ছিল ইন্টার মিয়ামি। পাঁচ মিনিট পরেই, আভিলেসের আত্মঘাতী গোলে, ব্যবধান হয় ৩-০। প্রথমার্ধের সংযুক্তি সময়ে হাকিমির গোলে, প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে থাকে পিএসজি। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলা ধরে নেয় মিয়ামি। তবে গোল পরিশোধ করতে ব্যর্থ হন মেসি, সুয়ারেজরা।