আন্তর্জাতিক ফুটবল
রিয়াল বেতিসকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগ জিতল চেলসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পিছিয়ে পড়েও, স্পেনের রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে, উয়েফা কনফারেন্স লিগ জিতল চেলসি। এর আগে ২০১২ এবং ২০২১ সালে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে চেলসি। এছাড়াও ২০১৩ এবং ২০১৯ সালে জিতেছে ইউরোপা লিগও। তবে এদিন প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুন ফুটবল খেলে জয় তুলে নেয় চেলসি। এদিন রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন আব্দে এজ্জালজৌলি। অপরদিকে চেলসির হয়ে গোল পান এনজো ফার্নান্দেজ, নিকোলাস জ্যাকসন, জেডন স্যাঞ্চো এবং মইসেস কাইসেডো। পাশাপাশি উয়েফার ক্লাব স্তরের সব প্রতিযোগিতায় জেতার নজিরও গড়ল চেলসি। এই নিয়ে দ্বিতীয় বার কোনও ইংরেজ দল ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ট্রফি জিতল।
প্রথমার্ধে একেবারেই খুঁজে পাওয়া যায়নি চেলসিকে। বলা ভালো প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেছে রিয়াল বেতিস। যেই সুবাদে ম্যাচের ৯ মিনিটের মাথায় আব্দে এজ্জালজৌলির গোলে এগিয়েও যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ফেরে চেলসি। ৬৪ এবং ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ ও নিকোলাস জ্যাকসনের গোলে এগিয়ে যায় চেলসি। শেষের দিকে আরও দুটি গোল করে দলকে জেতান জেডন স্যাঞ্চো এবং মইসেস কাইসেডো। ম্যাচ শেষে চেলসি অধিনায়ক বলেন, “এই প্রতিযোগিতায় খেলতে নামার সময়ই জানতাম, ম্যাচটা জিততে হবে। পরের বার আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলব”।