ফুটবল
ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের হুমকি ফিফার। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে এই মুহূর্তে চলছে চরম বিশৃঙ্খলা এবং অব্যবস্থা। আসন্ন মরশুমে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল আয়োজন নিয়ে এখনও সহমত হতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। তবে এই চরম অব্যবস্থার সুরাহা করতে এবারে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও। বুধবার এআইএফএফ-কে চিঠি লিখে, দ্রুত সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে ফিফা। সেই নির্বাচন কার্যকরী না হলে, নির্বাসনের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল। এর আগে ২০২২ সালেও ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির আগে, বুধবার বিকেলেই আলোচনায় বসতে চলেছে এআইএফএফ এবং এফএসডিএল। তবে তাঁর আগে ফিফার চিঠিতে ভারতীয় ফুটবলে যে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে, সেটা বলাই যায়। ফিফার চিঠিতে বলা আছে,
১. সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে।
২. ফিফা ও এএফসির নিয়মনীতি অনুসারে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে।
৩. এআইএফএফের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদিত করতে হবে।
এই পুরো প্রক্রিয়াটা করতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে। আর এই সময়সীমার মধ্যে ব্যর্থ হলে ফিফা পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে সেই পদক্ষেপ নিতে যদি ব্যর্থ হয়ে এআইএফএফ, সেক্ষেত্রে ভারতের দুই ক্লাব এফসি গোয়া এবং মোহনবাগান, যারা এফসি এসিএল ২-এ খেলতে চলেছে, সেক্ষেত্রে সেই প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবে না এই দুই ক্লাব।