সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে মুম্বই সিটি এফসি। সেমিফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ ইন্টার কাশী। উল্লেখ্য বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে তারা। ফলে সেমিতে যথেষ্ট কঠিন লড়াই হবে বলেই মনে করছেন মুম্বই দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মেহতাব সিংহ। রে স্পোর্টজকে দেওয়া একান্ত সঠাৎকারে ম্যাচ নিয়ে এবং চলতি মরশুম নিজের পারফরমেন্স নিয়ে নিজের মতামত জানালেন তিনি।
রে স্পোর্টজ: ইন্টার কাশী গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন?
মেহতাব সিং: ইন্টার কাশী গত ম্যাচে যথেষ্ট ভাল ফুটবল খেলেছে। বেঙ্গালুরুর মত কঠিন দলের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতেছে তারা। এছাড়া আইলিগেও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে ইন্টার কাশী। পরবর্তী ম্যাচ আমাদের তাদের বিরুদ্ধেই। ফলে আমরা চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলে ম্যাচ থেকে জয় পেতে এবং সেমিফাইনালে প্রবেশ করতে।
রে স্পোর্টজ: সুপার কাপ জিততে পারলে এএফসিতে খেলার একটা সুযোগ থাকবে। এই বিষয়ে কি বলবেন?
মেহতাব সিং: আমরা দীর্ঘদিন এএফসির মঞ্চেও প্রতিনিধিত্ব করিনি। শেষবার যখন আমরা খেলেছিলাম তখন আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। তাই অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এএফসির দিকে। তাই আমরা চাই সুপার কাপ জিতে সেই জায়গাটা অর্জন করতে।
রে স্পোর্টজ: আপনি এর আগে ইস্টবেঙ্গলে খেলেছেন। তবে সাম্প্রতিক ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একদম তলানিতে। সেই বিষয়ে আপনি কি বলবেন?
মেহতাব সিং: ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। আমি ওদের প্রত্যেকটা ম্যাচ টিভিতে দেখি। তাদের দল যথেষ্ট ভাল। তবে তাদের সময়টা হয়ত কোনোভাবে খারাপ যাচ্ছে সেই জন্য তারা রেজাল্ট পাচ্ছে না। তবে আশা করব তারা খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে।
রে স্পোর্টজ: কখনও সুযোগ পেলে কলকাতায় ফেরার ইচ্ছে আছে?
মেহতাব সিং: (মুচকি একটা হাসি দিয়ে প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বললেন) এই বিষয়ে এখনই কিছু ভাবিনি।