ফুটবল
SUPER CUP 2025: সাহাল-সুহেলের গোলে সেমিফাইনালে মোহনবাগান; গোল মিসের হ্যাটট্রিক জেসুস জিমিনেজের। বিস্তারিত পড়ুন…
সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। আর সেই ম্যাচে ২-১ গোলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে এদিন দুটি গোল করেন সাহাল আব্দুল সামাদ এবং সুহেল আহমেদ ভাট। কেরালার হয়ে সংযুক্তি সময়ে একমাত্র গোলটি করেন শ্রীকুট্টান। পাশাপাশি সুপার কাপের সেমিফাইনালে প্রবেশ করে গেল বাস্তব রায়ের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে শুরু করেন কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা। তবে বল নিজেদের দখলে রেখে খেলতে শুরু করে মোহনবাগানও। ১১ মিনিটে একটি ফ্রি-কিক পায় সবুজ-মেরুন ব্রিগেড। তবে গোল তুলে আনতে ব্যর্থ হন তারা। প্রথম কোয়ার্টারে গোল না এলেও, দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই, ২২ মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের ভেতরে কেরালা গোলরক্ষক শচীন সুরেশকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন এই প্রাক্তন কেরালা ব্লাস্টার্সের ফুটবলার। পরক্ষণেই আক্রমণে ওঠে কেরালাও। ২৮ মিনিটে একটি গোলমুখী শট নেন নোয়া সাদিউয়। ৩০ মিনিটে কেরালার একটি আক্রমণ দারুণভাবে রুখে দেন বাগান ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। ৩৮ মিনিটে হরমিপাম রুইভার শট দারুণভাবে রুখে দেন বাগান গোলরক্ষক ধীরাজ সিংহ। ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন আশিক কুরুনিয়ান। সংযুক্ত সময়ে বক্সের ভেতর থেকে একটি শট নিয়েছিলেন মহম্মদ আইমেন, তবে সেই শট অল্পের জন্য চলে যায় বার উঁচিয়ে। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন আনেন কেরালা কোচ ডেভিড কাতালা। আইমেনের জায়গায় তিনি মাঠে আনেন ক্বমে পেপরাকে। আক্রমনে ধার বাড়িয়েও লাভ কিছুই হয়নি কেরালার। ম্যাচের ৫১ মিনিটে আশিক কুরুনিয়ানের বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান বাড়ান সুহেল আহমেদ ভাট। দ্বিতীয় গোল হজম করার পর গোলের মরিয়া চেষ্টা করেন কেরালা ফুটবলাররা। এদিকে ৬৪ এবং ৬৭ মিনিটে সহজ দুটি গোলের সুযোগ হাতছাড়া করেন জেসুস জিমিনেজ। পরক্ষণেই ক্বামে পেপরার আরও একটি গোলমুখী শট রুখে দেন বাগান গোলরক্ষক। ৮৫ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করেন জেসুস জিমিনেজ। বলা ভাল গোল মিসের হ্যাটট্রিক করেছেন এদিন জিমিনেজ। ৯০ মিনিটের সংযুক্তি সময়ে একটি গোল করে কেরালার ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা শ্রীকুট্টান। অবশেষে ২-১ ফলাফলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।