ফুটবল
ইরানের কাছে হার ভারতের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার কুয়ালা লামপুরের ইউএম আরেনা স্টেডিয়ামে ইরানের অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের অনূর্ধ্ব ২৩ দল। সেই ম্যাচে ইরান অনূর্ধ্ব ২৩ দলের কাছে ১-২ ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে ভারতকে। ৩৬ মিনিটেই ধুলফিকার ইউনুসের গোলে এগিয়ে যায় ইরান। ম্যাচের ৩৯ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ সানান। তবে ম্যাচের ৭২ মিনিটে, মুস্তাফা নওয়াফ জাইয়ের গোলে জয় পায় ইরান। আগামী ২৮ আগস্ট, ইরাকের বিরুদ্ধে একটি ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ খেলবে নওশাদ মুসার দল।