ফুটবল
DURAND CUP 2025: টানা দুবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে উচ্ছসিত জন আব্রাহাম। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে প্রথমবারের জন্য খেলতে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। আর প্রথমবারেই ফাইনালে শক্তিশালী মোহনবাগান সুপার জায়েন্টসকে হারিয়ে, প্রথমবারের জন্য ভারতীয় ফুটবলের কোনও শিরোপা জয়ের স্বাদ পেয়েছেলি নর্থইস্টের এই ক্লাব। তবে সেখানেই থেমে থাকেনি বলিউড অভিনেতা জন আব্রাহামের এই দল। ২০২৫ সালের ডুরান্ড কাপের ফাইনালে, বাংলার আরেক দল ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে, টানা দ্বিতীয়বারের জন্য এই প্রতিযোগিতা জিতে রেকর্ড তৈরি করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। স্বাভাবিকভাবেই জয়ের পর, যথেষ্ট উচ্ছসিত হয়েছে গোটা দল থেকে শুরু করে ম্যানেজমেন্টের সকলেই। খুশি হয়েছেন দলের মালিক জন আব্রাহামও। নর্থইস্ট ইউনাইটেড এফসির সমাজমাধ্যমে তিনি বলেছেন, “নর্থইস্ট ইউনাইটেড এফসি যথেষ্ট প্রতিষ্ঠিত একটি ক্লাব। ১৯৯১ সালের পর, পরপর দুবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছি আমরা। এটা অনেক সম্মানের। আমাদের নিজেদের মধ্যে এই বিশ্বাসটা ছিল যে আমরা এটা করতে পারব। ভারতীয় ক্লাব হিসেবে ডুরান্ড কাপ জেতাটাও আমাদের কাছে অনেক সম্মানের। আমি দলের সকল ফুটবলার থেকে শুরু করে কোচ এবং সাপোর্ট স্টাফ, সকলকেই ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই আমরা টানা দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছি”।