ফুটবল

বাংলাদেশকে নিয়ে যথেষ্ট পরিকল্পনা করেই মঙ্গলবার হাই ভোল্টেজ ম্যাচে খেলতে নামবে ভারত। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শিলংয়ের জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে সোমবার বিকেলে শেষ মুহুর্তের অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় ফুটবলাররা। সামনে প্রতিপক্ষ তাদের প্রতিবেশী বাংলাদেশ। চব্বিশ ঘণ্টার মধ্যেই এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চললেও স্টেডিয়ামের আশেপাশে উত্তাপের ছিটেফোঁটাও নেই। এক সপ্তাহ আগে মালদ্বীপ ম্যাচেও পুরো মাঠ ভরেনি। ফলে প্রশ্ন উঠছে যে এই ম্যাচেও পুরো মাঠ ভর্তি হবে কিনা।

বাংলাদেশের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে কয়েকদিন রুদ্ধদ্বার অনুশীলন সেরেছে ভারতীয় দল। রবিবার সকালে অনুশীলন নিয়েও চলেছে লুকোচুরি। কিন্তু সোমবার বিকেলে হালকা মেজাজেই অনুশীলন সেরেছেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ২৪ ঘণ্টা আগে হালকা গা ঘামিয়েছেন তারা। প্রতিপক্ষ বাংলাদেশকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না ভারতের কোচ মানোলো মার্কুয়েজ। এদিকে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যথেষ্ট শক্তি বাড়িয়েছে তাদের।

শুধু হামজা নয়, জামাল ভূঁইয়া, তপু বর্মন, তারেক গাজীর মতো ফুটবলারও রয়েছে জ্যাভিয়ার ক্যাবরেরার বাংলাদেশ দলে যারা কিন্তু যথেষ্ট বেগ দেবে ভারতকে। ফলে তাদেরকে রুখতে টিম গেমের উপরেই ভরসা রাখছেন ভারতীয় কোচ। অপরদিকে গোটা আইএসএল মরশুম জুড়ে সবুজ-মেরুন জার্সি গায়ে গোলপোস্টের নিচে দারুণ পারফরমেন্স করেছেন গোলরক্ষক বিশাল কাইথ। ফলে মঙ্গবার ভারতের তিন কাঠির নিচে আবারও দেখা যেতে পারে বিশালকেই। এছাড়াও মাঝমাঠে সুরেশ সিংয়ের সঙ্গে দলে ফিরতে পারেন আপুইয়া। দুই উইঙ্গে পরিবর্তন আসার সম্ভবনা কম থাকলেও অনুশীলনে মহেশের সঙ্গে উদান্তাকে প্রস্তুত রাখলেন মানোলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version